
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
শারীরিকভাবে নানা জটিলতায় ভুগতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না। আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
রোববার (২০ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার কিছুটা উন্নতি হয়েছে, তবে সেটাকে ভালো বলা যাবে না। এখনো হাসপাতালে তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে চিকিৎসকরা মনে করছেন। সে কারণে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
এই চিকিৎসক আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর প্রতিবেদন পর্যালোচনা করে মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।
চিকিৎসকদের পরামর্শে গত ৯ আগস্ট দিনগত রাতে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন।
এদিকে রোববার বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, চেয়ারপারসন হাসপাতালে আছেন। তার চিকিৎসা চলছে।
Posted ১৭:৩৮ | রবিবার, ২০ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain