নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বরগুনার আমতলী পায়রা (বুড়িশ্বর) নদীতে জেলের জালে ধরা পড়েছে সোয়া দুই কেজি। ইলিশটি বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। মাছটি একনজর দেখার জন্য আড়তে ভিড় জমান সবাই।
মঙ্গলবার বিকেলে পায়রা (বুড়িশ্বর) নদীর আমতলী লোছা নামক এলাকায় জাহিদের জালে মাছটি ধরা পড়ে। এটি মৌসুমের সেরা ইলিশ বলে দাবি করেন আড়তদার মো. রাসেল মিয়া।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে লোছা গ্রামের জাহিদ নামে এক জেলে বরগুনার আমতলী পায়রা (বুড়িশ্বর) নদীতে জাল ফেলেন। অন্যদিনের মতো স্বাভাবিক নিয়মে তিনি মাছের জন্য অপেক্ষা করছিলেন। ওই দিন বিকেলে জাল তুলতে গিয়ে দেখেন ছোট ছোট ইলিশ মাছের সঙ্গে একটি বিশাল আকারের ইলিশ উঠেছে জালে।
পরে বিকেলে মাছটি বিক্রির জন্য উপজেলার আমতলী বাজারের তালুকদার মৎস্য আড়তে নেন তিনি।
আড়তদার রাসেল ডাকের মাধ্যমে ৮ হাজার টাকায় ইলিশ মাছটি খুচরা বিক্রেতার কাছ বিক্রি করেন। এরপর খুচরা মাছ বিক্রেতা মো. মাসুদ গাজী ওই মাছটি কিনে সন্ধ্যায় তা এক ক্রেতার কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন।
জেলে জাহিদ জানান, জালে এত বড় ইলিশ মাছ পেয়ে অনেক খুশি তিনি।
আমতলী পাইকারি মাছের আড়তদার মো. রাসেল মিয়া জানান, এ বছর ইলিশের ভরা মৌসুমে এত বড় ইলিশ আর বাজারে আসেনি।
Posted ০৬:৫৪ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain