| মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ওয়াশিংটন ডিসি, ১৪ জানুয়ারি : ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে নিজেদের উদ্বেগের কথা আরো পরিষ্কারভাবে তুলে ধরার পাশাপাশি সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। নির্বাচনের বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন না হওয়ায় যুক্তরাষ্ট্র আবারও হতাশা ব্যক্ত করেছে।
সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র মেরি হাফ এ কথা জানিয়েছেন।
মেরি হাফ বলেন, আমরা ইতিমধ্যে নির্বাচন নিয়ে আমাদের হতাশার কথা স্পষ্ট করেছি। নতুন সংসদের প্রায় অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বা কেবল প্রতীকী প্রতিদ্বন্দ্বী থাকায় এই নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিশ্বাসযোগ্য প্রতিফলন হয়নি বলে আমরা মনে করি। এ বিষয়ে তাদের কাছে আমরা আমাদের উদ্বেগ আরো পরিষ্কার করবো।
শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ অব্যাহত রাখবে কিনা এমন প্রশ্নের জবাবে মেরি হাফ বলেন, আমরা কাজ করে যাবো, অবশ্যই করবো। কিন্তু একই সঙ্গে নির্বাচনের বিষয়ে আমাদের উদ্বেগের কথাও পরিষ্কারভাবে তুলে ধরবো।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি নির্বাচনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠায়নি এবং নির্বাচনের ফলাফলে হতাশা প্রকাশ করে গ্রহণযোগ্য নতুন নির্বাচন আয়োজনের জন্য প্রধান দুই দলকে সমঝোতায় বসার আহ্বান জানিয়েছে।
Posted ১৪:১৯ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin