কোরবানির ঈদে মহাসড়কে চুরি-ছিনতাই-চাঁদাবাজি রোধে বাড়তি নজরদারি থাকবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
আজ দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই কথা জানান।
র্যাব কর্মকর্তা বলেন, রোজার ঈদের আগে আমরা পাঁচ শতাধিক চাঁদাবাজ-ছিনতাইকারী গ্রেফতার করেছি। কোরবানি ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাত-ছিনতাইকারী ও চাঁদাবাজরা সক্রিয় হয়ে ওঠে। তারা ট্রাক থেকে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি আমাদের মাথায় রয়েছে।
খন্দকার আল মঈন বলেন, যেহেতু মহাসড়কে ডাকাতির বিষয়টি বর্তমানে একটি আলোচিত বিষয়, তাই এসব ঘটনায় যারা জড়িত, যারা মূল হোতা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি ভবিষ্যতেও বেশ কয়েকটি চক্রকে আমরা ধরতে পারবো।
মহাসড়কে ডাকাত চক্রকে গ্রেফতারে বিশেষ গোয়েন্দা কার্যক্রমের ধারাবাহিকতায় র্যাব সদর দফতর গোয়েন্দা শাখা ও র্যাব-৩ এর অভিযানে শুক্রবার (৩ জুন) দিনগত রাতে সাভার থেকে ঠান্ডা-শামীম বাহিনীর ১১ সদস্যকে আটক করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।