
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ | প্রিন্ট
আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তবে এদিন সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশেই ঈদের খুশিতে বাগড়া দিয়েছে বৃষ্টি।
সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর ফলে ঈদের খুশি ও পশু কোরবানিতে ব্যাপক প্রভাব পড়েছে।
রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, মগবাজার, শাহবাগ, বনানী ও মহাখালী এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও রাজধানীর প্রায় সব এলাকায়ই হালাকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। কিছু কিছু রাস্তায় হাঁটু সমান পানিও দেখা গেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ঢাকায় আকাশ মেঘলা থাকলেও ঈদের দিন বৃহস্পতিবার দুপুরের পর ফাঁকে ফাঁকে রোদ উঠতে পারে। সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। এছাড়া অন্যত্র বৃষ্টির সম্ভাবনা আছে।
ঢাকায় সকালেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকাসহ ও দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি। বরিশাল ও চট্টগ্রামসহ দেশের দক্ষিণপূর্বাঞ্চলে তা পরিমাণে কম হবে।
Posted ০৪:৩৭ | বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain