নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ জুন ২০২৪ | প্রিন্ট
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ আটক সকল নেতাকর্মীকে ঈদুল আজহার আগেই মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামি।
দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, সরকার অন্যায়ভাবে জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে প্রায় ১৩ বছর যাবত কারাগারে আটক রেখেছে। রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল গত ২২ এপ্রিল রাজশাহীর আদালতে হাজিরা দিতে গেলে আদালত চত্বর থেকে তিনিসহ আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সারা দেশে জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবিরের ১৫৩ জন নেতাকর্মীকে সরকার মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে আটক রেখেছে।
জামায়াতের আটক নেতৃবৃন্দের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন অত্যন্ত উদ্বেগ, উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। জামায়াতের নেতৃবৃন্দ কারাগারে আটক থাকাবস্থায় তাদের পরিবার পরিজনের জন্য ঈদুল আজহা হবে খুবই বেদনাময়। সরকারের উচিত জামায়াতের নেতৃবৃন্দসহ সকল রাজবন্দিকে ঈদুল আজহার আগেই মুক্তি দিয়ে তাদের পরিবার-পরিজনদের সাথে ঈদ উদযাপনের সুযোগ করে দেওয়া।
Posted ০৭:১৯ | শনিবার, ১৫ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain