
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ জুন ২০২৩ | প্রিন্ট
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে এবং সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের (ঢাকা মহানগর) নেতাকর্মীরা।
জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করেন।
সমাবেশ ঘিরে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা। পল্টন মোড়ে প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
সমাবেশে দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমসহ অন্যান নেতাদের বক্তব্য রাখার কথা আছে।
Posted ১০:১৪ | শুক্রবার, ১৬ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain