
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ জুন ২০২৩ | প্রিন্ট
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশনকে ব্যর্থ ঘোষণা করে তা বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গণমিছিল ব্যরিকেটে আটকে দিয়েছে পুলিশ।
বুধবার (২১ জুন) দুপুর ১২টায় বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে থেকে শুরু হওয়া এ গণমিছিল রাজধানীর শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ ব্যরিকেট দিয়ে তা আটকে দেয়।
নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল কর্মসূচি পালন করার কথা ছিল। গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল শান্তিনগর মোড়ে আটকে দেওয়ার কথা আগেই জানিয়েছিল পুলিশ। সেজন্য আগ থেকেই সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েনসহ ব্যরিকেট দিয়ে রাখা হয়।
Posted ০৮:০০ | বুধবার, ২১ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain