নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার শাখা গত সোমবার (২ সেপ্টেম্বর) থেকে পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে। তবে, মার্কিন দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনস্যুলার সেবা সীমিত থাকবে।
আজ ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুকে এক পোস্টে ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের উদ্দেশে এ বার্তা দিয়েছে।
বার্তায় বলা হয়, নির্দেশনা অনুযায়ী মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ঢাকা ছেড়ে যাওয়ার পর ২ সেপ্টেম্বর থেকে ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার শাখা পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে। কিন্তু দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনস্যুলার সেবা সীমিত থাকবে।
জাতীয় ভিসা কেন্দ্র (এনভিসি) দ্বারা পূর্বের নির্ধারিত সব ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। যাই হোক, কাজের চাপ এবং সংস্থান অনুমতির ভিত্তিতে ধীরে ধীরে এসব সাক্ষাৎকার পুনরায় নির্ধারণ করা হবে।
চিন্তার কারণ নেই। আপনার আবেদন হারিয়ে যাবে না। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনি (আবেদনকারী) আমাদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই।
Posted ০৭:৫৩ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain