নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ | প্রিন্ট
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটিতে ১৫০ জনের মতো যাত্রী ছিলেন।
ধারণা করা হচ্ছে, বুধবার সকালে আচেহ প্রদেশের পশ্চিম উপকূলের কুয়ালা বুবন সৈকত থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে উত্তাল সমুদ্রে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়।
জেলেরা নৌকাটিতে থেকে চার নারী ও দুই পুরুষসহ ছয়জনকে উদ্ধার করে তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। সেখানে গিয়ে তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ফয়সাল রহমানের সঙ্গে কথা বলেন।
রহমান বলেন, উদ্ধার হওয়া জীবিতরা তাকে বলেছেন, অনেকেই পানিতে ডুবে মারা গেছেন।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, হতাহতের সঠিক সংখ্যা আমরা নিশ্চিত করতে পারছি না। তবে উদ্ধার হওয়া ছয়জন জানিয়েছেন- অনেকে মারা গেছেন। তাদের অনুমান, নৌকাটি ডুবে যাওয়ার সময় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে।
যাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, তাদের বেশির ভাগই সাঁতারে অক্ষম নারী ও শিশু। স্রোতে তারা সমুদ্রে ভেসে যায়। সূত্র: আল জাজিরা
Posted ০৭:৫৫ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain