বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইইউ’র নির্বাচনী তৎপরতার যে ‘ব্যাখ্যা’ দিলেন আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ জুলাই ২০২৩ | প্রিন্ট

ইইউ’র নির্বাচনী তৎপরতার যে ‘ব্যাখ্যা’ দিলেন আমীর খসরু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় অবস্থান করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। প্রাক-পর্যবেক্ষক দলের দেওয়া মূল্যায়ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

নির্বাচন নিয়ে ইইউর তৎপরতা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্যাখ্যা দিয়ে বলেন, যেহেতু বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেই কারণে তারা এই ধরনের তৎপরতা চালাচ্ছে। তারা চায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।

শনিবার (১৫ জুলাই) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না এমন প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, এটা তাদের বিষয়। তবে পর্যবেক্ষক আসার কথা তখনই হয় যখন নির্বাচন হয়। কেউ বিশ্বাস করে না যে, বাংলাদেশের নির্বাচনগুলোতে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করছে। তারা এখানে আসার উদ্দেশ্য পরিষ্কার করছে যে, বাংলাদেশে নির্বাচন হয় না।

তিনি বলেন, তারা কিন্তু ভারত, নেপাল, ভুটান বা পাকিস্তানে যায়নি। বাংলাদেশে কেন এসেছে? এটা দিবালোকের মতো পরিষ্কার, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি। এটা অসম্ভব।

সরকারের পক্ষ থেকে ইইউর প্রতিনিধি দলকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছে। তারা কি আশ্বস্ত হয়েছে বলে মনে হয়েছে- এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, সেটা তারা বলতে পারবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের মূল্যায়ন জানতে চাইলে দলটির এই শীর্ষ নেতা বলেন, সফরটা কেন? এটাই প্রথম প্রশ্ন। কেন তারা বাংলাদেশে আসছেন। তারা যখন বক্তব্য শুরু করে তখন বাংলাদেশে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। মানবাধিকার চায়, শ্রমিকের আইন চায়। এই কথাটা থেকেই ধরে নেন তাদের বাংলাদেশ সম্পর্কে ধারণা কি। এবং তারা কি চায় এখান থেকে ধারণা করে নিতে পারেন। এখান থেকেই বুঝে নিতে পারেন। ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজে এরচেয়ে বেশি কিছু বলার আছে?

সংলাপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের যেখানে গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই, মানবাধিকার প্রশ্নবিদ্ধ, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, আইনের শাসন প্রশ্নবিদ্ধ, জীবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত। যেখানে এসব বিষয় অনুপস্থিত সেখানে সংলাপের জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে। সেই পরিবেশ তো আগে তৈরি করতে হবে। তারপর তো সংলাপের প্রশ্ন।

এর আগে ইইউর ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ অংশ নেন।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রাক্‌-তথ্যানুসন্ধানী দল গত রোববার ভোরে ঢাকায় আসে। ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় থাকবেন।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৩৪ | শনিবার, ১৫ জুলাই ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(811 বার পঠিত)
advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com