শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আ. লীগ জনগণের কাছে হেরে মিথ্যা সংবাদের আশ্রয় নিচ্ছে : শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ আগস্ট ২০২৩ | প্রিন্ট

আ. লীগ জনগণের কাছে হেরে মিথ্যা সংবাদের আশ্রয় নিচ্ছে : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই। টিকে থাকার জন্য তারা জনগণের কাছে হেরে এখন মিথ্যা সংবাদের আশ্রয় নিচ্ছে।

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, গতকাল আমরা একটি নির্ঘুম রাত কাটিয়েছি। নয়াপল্টনে আমাদের পার্টি অফিসের সামনে প্রশাসন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। রুহুল কবির রিজভীসহ অনেক নেতা সারা রাত পল্টন অফিসে অবরুদ্ধ ছিল। আমরা যারা বাইরে ছিলাম তারা বিভিন্নভাবে খবর নেওয়ার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, ৪৬ ঘণ্টা আগে আমাদের ছয়জন যুবনেতাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজকে শুনেছি আওয়ামী লীগের যে পুরান খেলা, ওই ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে। আওয়ামী লীগ সারাদেশে আবারও তাণ্ডব চালাচ্ছে তাদের পেটোয়া বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে। এই তাণ্ডবকে আমাদের মোকাবেলা করতে হবে। স্বৈরাচারী, ভোট চোর, দুর্নীতিবাজ শেখ হাসিনার সরকারের পটন ঘটাতে আমাদের সর্বশক্তি দিয়ে আন্দোলনে থাকতে হবে।

ভারত ও আমেরিকা ইস্যুতে শামা ওবায়েদ বলেন, ভারতের আনন্দবাজার পত্রিকায় তারা একটা খবর ছাপিয়েছে। ভারত নাকি বাইডেনকে বলছে বাংলাদেশে কেন এত স্যাংশন দিচ্ছে। এরপর আমরা ভারত ও আমেরিকা দুই দেশের সঙ্গেই কথা বলেছি, খোঁজ-খবর নিয়েছি। দ্বায়িত্ব নিয়েই বলছি এটি একটি ‘ডাহা মিথ্যা সংবাদ’। এই সরকার আন্দোলনে হেরে এসব মিথ্যা সংবাদের আশ্র‍য় নিচ্ছে।

শোভাযাত্রা পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম আল আমীন, হাবিবুর রহমান প্রমুখ।

দুপুর ১২টার দিকে শুরু হয় শোভাযাত্রা। এ শোভাযাত্রার উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রহিম হাওলাদার।

শহরের ব্রাহ্মসমাজ সড়ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মুজিব সড়ক দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড়, আলীপুর মোড় হয়ে শহরের গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্স এর সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটিতে সাতটি ঘোড়া ও বাদ্যযন্ত্রের বাজনায় বর্ণাঢ্য ও আনন্দ মুখরিত হয়ে ওঠে।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৩৪ | রবিবার, ২০ আগস্ট ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d bloggers like this: