| শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
১৮ জানুয়ারিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের ৯৫ শতাংশ মানুষ প্রহসনের নির্বাচনে ভোট দেয়নি। তিনি বলেন, গায়ের জোরে যারা ক্ষমতায় বসেছেন তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে।
শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ দাবি করে বলেন, বিএনপির আন্দোলন সম্পূর্ণ সফল হয়েছে। তিনি বলেন, এই নির্বাচন ছিল প্রার্থীবিহীন, ভোটারবিহীন নির্বাচন। অনেক কেন্দ্রে ভোটই পড়েনি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে বাকশালী শাসনে অন্তরীণ করছে। অতীতে যেমন সফল হয়নি, এবারো তা সফল হবে না।
মোশাররফ বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে সঠিক ছিলেন, এই নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।
Posted ১৭:৩৯ | শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin