নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ১৭৯৩ সাল থেকে আওয়ামী লীগ যা করেছে তা স্বীকার করে অন্য দলের সমালোচনা করতে হবে। অন্য দলের সমালোচনা করে তারা নিজেরা দায়মুক্ত হতে চায়। কিন্তু আওয়ামী লীগের দায়মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র উদ্যোগে আয়োজিত সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ কুমিল্লায় খন্দকার মোস্তাককে জেতানোর জন্য হেলিকপ্টারে করে ব্যালট বক্স ঢাকায় নিয়ে এসে রেজাল্ট ঘোষণা করেছিল। বাংলাদেশের জনগণের শাসন প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধিরা শাসন করবে। জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী সংবিধানের এই ঘোষণার একেবারে মৃত্যু ঘটানো হয়েছে বাংলাদেশের প্রথম নির্বাচনে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতির এমন একটি ভঙ্গি শুরু করেছে যে ক্ষমতা কিছুতেই ছাড়া যাবে না। গত ১৫ বছরে দেশের দুটি প্রধান দলের মধ্যে একটি বিএনপি। তারা উপলব্ধি করছে তাদের লাখ লাখ নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন গুম খুন করা হচ্ছে।
সাকি বলেন, নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। আর এই কারণেই বিএনপির সঙ্গে আমরা আন্দোলন করছি। আমরা একমত হয়েছি এই ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না। যে ৩১ দফা সামনে এসেছে এগুলো বাস্তবায়ন করে বাংলাদেশে নতুন ধারা, গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠিত করা হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
Posted ১৬:৩৬ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain