নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
আওয়ামী লীগ নিজেরাই জঙ্গি দল ও সন্ত্রাসী দল হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
শনিবার (২০ জানুয়ারি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজনীতি ও জিয়াউর রহমানের দর্শন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর তাজমেরী এস এ ইসলাম, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর ওবায়দুল ইসলাম, কৃষিবিদ আশিদুল হাসান হারুণ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডি, ইঞ্জিনিয়ার আবদুল হালিম, সাংবাদিক নেতা খুরশিদ আলম, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, জাহানারা সিদ্দিকী প্রমুখ।
সেলিমা রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করতেই গেলে যার নাম আসে সেটি হলো রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জনগণকে আশা দেখিয়ে যুদ্ধের যাওয়ার আহ্বান করেছিলেন জিয়াউর রহমান। তার ডাকে উদ্বুদ্ধ হয়ে জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরের মধ্যে একটি মিরাকল দিয়ে একটি দেশকে তলাহীন ঝুড়ি থেকে বিশ্বের অন্যান্য জায়গায় পৌঁছে নিয়ে যান। তিনি যে সবুজ বিপ্লব করেছিলেন সেই দর্শন আজ পর্যন্ত কোনো সরকার করতে পারেনি।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কাজ করেছিলেন সেই হলো জাতিসত্তার পরিচয় জাতীয়তাবাদ বলে জানান বিএনপির এ নেত্রী। তিনি বলেন, জিয়া রহমানকে নিয়ে অনেক মিথ্যা কথা বলেছে সরকার। কিন্তু সরকার কি পেরেছে কারো মনে দাগ বসাতে। তারা কারো মনে দাগ বসাতে পারেনি।
সরকারকে উদ্দেশ করে সেলিমা রহমান বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল করেছে, কার টাকায় করেছে? জনগণের টাকায় করেছে। তার সঙ্গে জনগণের টাকা থেকে লুট করে পাচার করেছে।
পেশাজীবী নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা জনগণের হয়ে কাজ করেন। তাদের সম্পৃক্ত করুন। আন্দোলন চলবে।
Posted ০৫:২০ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain