| শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জে আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, ঢাকা কলেজের যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, মহানগর পূর্বের সহ-সাধারণ সম্পাদক আলামিন খান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান, ঢাকা জেলার সহ-সভাপতি মো. তমিজ উদ্দিন, হাবিব উল্লাহ বাহার কলেজ ছাত্রদল নেতা রাহাত হোসেন, উজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিয়াজ ব্যাপারী, মহানগর উত্তরের কামরুজ্জামান, টঙ্গী থানার মনিরুজ্জামানসহ আহত অন্য চিকিৎসাধীন নেতাকর্মীদের খোঁজ নেন হাবিব-উন-নবী খান সোহেল।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মামুন খান, আশরাফুল ইসলাম লিংকন, ওমর ফারুক কাওসার, পাভেল সিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম প্রমুখ।
এ সময় হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘বিনা উসকানিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করছি।
Posted ১৬:১৫ | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain