| মঙ্গলবার, ২৯ মে ২০১৮ | প্রিন্ট
বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এক আল্লাহ ছাড়া শেখ হাসিনার পতন ঠেকাতে পারবে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলামের মৃত্যুতে এবং শফিউল আলম প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন।
দুদু বলেন, কোনোভাবেই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তার পতন ঠেকাতে পারবেন না। আপনারা যদি দিন-তারিখ নিতে চান আমি বলে দিতে পারি খুব বেশি হলে ডিসেম্বর আর না হলে জানুয়ারি পর্যন্ত তিনি (হাসিনা) ক্ষমতায় থাকবেন। এক আল্লাহ ছাড়া তার ক্ষমতা রক্ষা করার আর কেউ নাই, কোনও শক্তি নাই, তার পতন হবেই। পুলিশ প্রশাসন দিয়ে কোনও কাজ হবে না।
স্মরণসভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দেশের গণতন্ত্রের মুক্তি আর খালেদা জিয়ার মুক্তি একই কথা। খালেদা জিয়ার মুক্তি হলে দেশে গণতন্ত্র মুক্তি পাবে। বর্তমান আইন, আদালত ও প্রশাসনের ওপর বিশ্বাস করা যায় না। খালেদা জিয়াকে মুক্তি করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। বাংলা ট্রিবিউন
Posted ১৪:৫২ | মঙ্গলবার, ২৯ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain