নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৩ জুন ২০২৩ | প্রিন্ট
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দীকী বীর উত্তম বলেছেন, রাজনীতি করলেই একে অন্যের শত্রু নয়। আমি চাই রাজনীতিতে ভারসাম্য ফিরে আসুক।
শুক্রবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইলের বাসাইল শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে নবনির্বাচিত মেয়র রাহাত হাসান টিপু’র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বঙ্গবীর বলেন, ১৯৫৮ সালে আয়ূব খান সরকার যখন ‘মার্শাল ল’ জারি করে তখন টিপুর নানা সাত্তার সাহেবের বাড়িতে বঙ্গবন্ধু তিন দিন লুকিয়ে ছিলেন। অবশ্য আওয়ামী লীগ নেতাদের সেসব মনে থাকার কথা না। কারণ আওয়ামী লীগ ওয়ালাদের এখন আর বঙ্গবন্ধুকে দরকার হয় না। এখন টাকা-পয়সা আর ঘুষ হলেই চলে।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমার বিশ্বাস আগামী পাঁচ বছর বাসাইল পৌরসভা বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। পৌরসভার নিজস্ব ভবন। মাইজখাড়ার রাস্তাসহ আরও কিছু নায্য জিনিস বছরের মধ্যেই হয়ে যাবে। টিপুকে বলছি— তোমাকে যারা ভোট দিয়েছে তুমি তাদেরও মেয়র। আর যারা না দিয়েছে তাদেরও মেয়র। পৌরসভার উন্নয়নে টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার, উন্নয়ন দেখাশোনার দায়িত্ব তোমার। যেন কাজ শেষ হওয়ার আগেই ভেঙে না যায়।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা তালুকদার বীরপ্রতীক, সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দীকী, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান সিদ্দীকী, টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালেক হিটলু, বাসাইল উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও সখিপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন সজীব প্রমুখ।
Posted ১৭:৫০ | শুক্রবার, ২৩ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain