
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
পূর্বঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার রাজধানীর আব্দুল্লাহপুর থেকে শুরু হয়েছে বিএনপির পদযাত্রা।
এক দফা দাবি আদায়ে বিএনপিসহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে এই কর্মসূচি পালন করছে।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে আব্দুল্লাহপুরের পলওয়েল কারনেশনের সামনে থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়।
পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এরপর আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা শুরু করে।
রামপুরা ব্রিজে পদযাত্রায় যুক্ত হবে মহানগর দক্ষিণ বিএনপি।
এদিকে কর্মসূচি সফল করতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।
পদযাত্রাটি বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড হয়ে নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া এবং সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় শেষ হবে।
পদযাত্রায় অংশ নিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আব্দুল্লাহপুরে জড়ো হন বিএনপি নেতা-কর্মীরা। তাদের সবার হাতে ব্যানার, প্ল্যাকার্ড ফেস্টুন দেখা গেছে। অনেকেই ধানের ছড়া হাতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন।
Posted ০৭:০৩ | বুধবার, ১৯ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain