নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এলোপাতাড়ি গুলি হামলা হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। দেশটির স্থানীয় সময় সোমবার রাতে এ হামলা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলায় দুই শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে- নিহতদের মধ্যে একজন কিশোর আছে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাত আনুমানিক সাড়ে ৮টায় পুলিশ চেষ্টার অ্যাভিনিউ ও ৫৬তম স্ট্রিটে গোলাগুলির ঘটনা সম্পর্কে অবহিত হয়।
হামলায় আহত কয়েকজন ভুক্তভোগীকে পুলিশ পেন প্রেসবিটেরিয়ান হাসপাতাল এবং জুভেনিল চিলড্রেন হাসপাতালে নিয়ে যায়। ইতোমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনকারী হামলার সমর পরনে বুলেটপ্রুফ ভেস্ট ছিল। সঙ্গে ছিল রাইফেল ও হ্যান্ডগান। তবে হামলাকারী সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলা হয়নি।
Posted ০৬:৪৭ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain