| সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগে সাজা বাড়ানো উপমহাদেশে বিরল ঘটনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
একই সঙ্গে ট্রাইব্যুনালের মৃত্যু পরোয়ানা পাঠানোকে বেআইনি বলেও দাবি করেন তিনি।
সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব এসব কথা বলেন।
তিনি বলেন, আবদুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল যে পরোয়ানা পাঠিয়েছে তা বেআইনি।
তিনি আরো বলেন, ট্রাইব্যুনাল তাকে দিয়েছিলেন যাবজ্জীবন। পরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ তা বাড়িয়ে মৃত্যুদণ্ড দিয়েছে।
‘আইনে বলা আছে, যে আদালত মৃত্যুদণ্ড দেন সেই আদালত মৃত্যু পরোয়ানা পাঠাবে। আইন মোতাবেক এখন মৃত্যু পরোয়ানা পাঠাবে সুপ্রিমকোর্ট। ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করতে পারে না’, দাবি করেন খন্দকার মাহবুব।
তিনি বলেন, ‘রায় কার্যকর করতে জেল কোডের একচুলও বাইরে যাওয়ার সুযোগ নেই। এটা একটি বিশেষ আইন। এ আইনে যেহেতু বলা নেই যে, রায় কিভাবে কার্যকর করবে। সরকারও রায় কার্যকরের কথা বলে দেয়নি। সুতরাং জেল কোডের বাইরে যাওয়ার একচুল পরিমাণ সুযোগ নেই।’
এ সময় এই আইনজীবী নেতা বলেন, ‘জেল কোডের বাইরে গিয়ে রায় কার্যকর করা হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।’
রায়ের সার্টিফাইট কপি পাওয়ার পর রিভিউ করা হবে বলেও তিনি জানান।
একজন সাক্ষী তিন জায়গায় তিন রকম সাক্ষ্য দিয়েছেন তা রিভিউ আবেদনের মাধ্যমে আপিলে তুলে ধরা হবে বলে জানান খন্দকার মাহবুব হোসেন।
সুপ্রিমকোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, ‘মানুষ উচ্চ আদালতে আসে শাস্তি কমানোর জন্য। অথচ উচ্চ আদালত সাজা বাড়িয়ে উপমহাদেশে বিরল একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুর রহমান প্রমুখ।
Posted ১২:২১ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin