নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের কৃষক দলের নেতা বোরহান উদ্দিনসহ ওই ঘটনা নিহত কর্মীর পরিবারে পাশে দাঁড়াল বিএনপি। আগামী দিনে দল ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১০ আগস্ট) আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ওই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ও তাদের স্বজনেরা অভিজ্ঞতা তুলে ধরেন।
পরে দলের পক্ষ থেকে সবার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রার কর্মসূচি পালন করতে গিয়ে দুই চোখ হারান কৃষক দলের নেতা বোরহান। ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে কৃষক দলের আরেক নেতা সজীব হোসেনের মৃত্যু হয়। অনেকে আহত হন, দৃষ্টিশক্তি হারান অনেকে।
অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে পুত্র হত্যার বিচার চান সজীবের বাবা আবু তাহের।
দুই চোখ হারানো বোরহান গুলিতে দৃষ্টিশক্তি হারানোর জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে আল্লাহর কাছে বিচার দিয়ে বলেন, আমাদের কি অপরাধ ছিল? আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছিলাম। এরপরও কেন আপনারা গুলি করেছিলেন?
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ম্যাডাম হাসিনা। আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আল্লাহ আপনার বিচার করবে।
এসময় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আপনাদের সঙ্গে আছি, দল আপনাদের সঙ্গে আছে।
তিনি বলেন, এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। লড়াই করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা গুম-খুনের শিকার হয়েছেন, প্রতিদিনই মামলা-হামলা ও গ্রেফতারের শিকার হচ্ছেন তারা। লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে আমাদের ভাইয়ের প্রাণ গেছে, চোখ অন্ধ করে দিয়েছে। এখন আমাদের আমাদের সামনে একটাই পথ এই সরকারকে সরাতে হবে।
ফখরুল বলেন, দেশের মানুষ আমাদের সঙ্গে আছে, তারা আজকে রাস্তায় নেমে এসেছে, তারা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবে।
Posted ০৯:৪২ | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain