| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা : ‘জনগণ অবৈধ সরকারের পদত্যাগ চায়’- দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,“আমরা এখনো আশা করি, গণদাবির প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় প্রধানমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করবেন এবং নির্দলীয় সরকারের দাবি মেনে নেবেন। তা না করে যদি, একদলীয় নির্বাচনের চেষ্টা হয় তাহলে আন্দোলনের স্রোতে বাকশালের নৌকা নিমজ্জিত হবে।”
এছাড়া চলমান রাজনৈতিক সংকটের ফয়সালা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির এ নেতা।
বুধবার বিকেলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, “দেশব্যাপী আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আজ গণরোষের শিকার। কেউ কেউ নির্বাচনী এলাকায় পুলিশ পাহারায় প্রবেশ করতেও ভয় পাচ্ছেন। তারপরেও একদলীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করার দুঃস্বপ্ন দেখছে।”
সংকট সমাধানে চলমান আলোচনা বন্ধ হবে কি না- এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, “তারানকো কেন, আগেই আমাদের নেত্রীর আহ্বান অনুযায়ী জনগণের আকাঙক্ষা পূরণে নির্দলীয় সরকারের দাবি মেনে আমাদেরই সমস্যার সমাধান করা উচিত ছিল। তবে তারানকো চলে যাওয়ার পর এ আলোচনা বন্ধ হলে তা হবে প্রতি অসম্মানজনক।”
নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, “সরকারের তল্পিবাহক না হয়ে একতরফা প্রহসনের নির্বাচন অবিলম্বে স্থগিত করুন। অন্যথায় আমাদেরকেও ব্যর্থতার কালো তিলক মাথায় নিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন।”
চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “সরকার বিএনপি নেতাদের গ্রেপ্তার ও গুম করে আন্দোলন দমনের চেষ্টা করছে। কিন্তু এভাবে নেতাদের গ্রেপ্তার করা হলেও জনতার আন্দোলন থেকে স্বৈরশাসক রেহাই পাবে না।”
Posted ১৩:৪৯ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin