
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ জুলাই ২০২৩ | প্রিন্ট
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন-হরতাল, অবরোধ নয়, জনগণকে সম্পৃক্ত করে তাদের রাস্তায় নামিয়ে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলনের মতো আন্দোলন হবে। আন্দোলনের ঢেউয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশ অচল হবে। সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।
বুধবার (১২ জুলাই) বিকেলে সংগঠনটির বিজয় নগরের কার্যালয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা ও চলমান পরিস্থিতিতে নিয়ে সংবাদ সম্মেলনে নুর এসব কথা বলেন।
নুর যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের ১ দফার ঘোষণা করেন। তিনি বলেন, ‘সরকারের পদত্যাগ ও বিদ্যমান সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েসি সাজা বাতিল করতে হবে।
তিনি বলেন, ‘বিরোধী দল কর্মসূচি দিলে সরকারি দল পাল্টা কর্মসূচি দেয়। বিরোধী দলের কর্মসূচিতে উসকানি দেয়। তারা নাগরিকের রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার হরণ করছে।’
নুর আরও বলেন, যারা এখন আন্দোলন করছে, মানুষের পক্ষে কথা বলছে তারা আমাদের বন্ধু। আন্দোলনকে সফল করতে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।
Posted ১৩:১৮ | বুধবার, ১২ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain