| বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৪ | প্রিন্ট
১৯৫২ সাল, বাংলাদেশ এবং পাকিস্তান ছিল এক রাষ্ট্র । তখন বাংলা দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান । তত্বকালিন পাকিস্তানের প্রধান মন্ত্রী বলেছিলেন সমগ্র পাকিস্তানের ভাষা হবে উদর্ূ । মায়ের মুখের বাংলা ভাষাকে বাচাতে, প্রধান মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আন্দোলন শুরু করেন বাংলা মায়ের বীর সন্তানেরা ।
সরকার এক সময় ঢাকার রাজ পথে ১৪৪ ধারা জারি করে । জরুরী অবস্তাকে উপেক্ষা করে করে রাজপথে নেমে পড়েন সাহসী ছাত্ররা । জালিম সরকার তাদের বুকে গুলি চালায় । শহীদ হন বরকত, সালাম, রফিক ও জব্বার সহ আরো অনেক । পাকিস্তানী জালিম সরকার, বর্তমান হাসিনা সরকারের চেয়ে হয়তো কিছুটা ভাল ছিল, তাই দাবী মেনে নিয়ে আমাদের মায়ের ভাষাকে ফিরিয়ে দেয় ।
শহীদ দিবসে ভাষা শহীদ সহ সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা । মায়ের মুখের বাংলা ভাষাকে বাচাতে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের কথা জাতি কোন ভুলবে না । দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য পৃথিবীর বহু দেশে, বহু লোকের আত্মহুতির অনেক ইতিহাস থাকলেও, ভাষার জন্য আত্মহুতির ইতিহাস বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথায় ও নেই । কিন্তু দুঃখ জনক হলে ও সত্য, রক্ত দিয়ে অর্জিত ভাষাকে আমরা সঠিক ভাবে টিকিয়ে রাখতে পারছি না । নতুন প্রজন্ম আজ বাংলা ভাষার চেয়ে বিদেশী ভাষার ব্যবহারে ব্যস্ত ।
বাংলা দেশের ঘরে ঘরে আজ জি টিভি, স্টার প্লাস, সনি সাব, সনি ম্যাক্স, জি সিনেমা ইত্যাদি ইনডিয়ান চ্যানেল চলে ২৪ ঘন্টা । আর এতে ভাষার যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আমরা ধাবিত হচ্ছি উপসংস্কৃতিতে । বাংলা সিনেমা, বাংলা নাটক বিলিনের মাধ্যমে আজ বাংলা ভাষা ও বিলিন হওয়ার পথে । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারের কাছে দাবী, নতুন প্রজন্মের কাছে মাতৃভাষাকে ভাল ভাবে পৌছে দিতে এবং মাতৃভাষাকে বাচাতে, অপসংস্কৃতি বহণকারী বিদেশী ভাষার টিভি চ্যানেল গুলো অবিলম্বে বন্ধ করা হোক ।
Posted ২০:৪৩ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin