
| শনিবার, ২৮ মে ২০২২ | প্রিন্ট
আজ ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে ‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে’।
১৯৯৭ সাল থেকে প্রতি বছর এই দিনে দিবসটি পালন করে আসছে বাংলাদেশ সরকার। গতবছর মহামারির কারণে সীমিত আকারে দিবসটি পালিত হলেও এবার সংক্রমণ কমে আসায় নানা আয়োজনে এটি পালন হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাজধানীর আজিমপুরে মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান—এমসিএইচটিআইসহ সারাদেশে জেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আজ থেকে ২ জুন পর্যন্ত বিশেষ সেবা দেওয়া হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে প্রতি বছর ১২ হাজার নারী গর্ভধারণ ও গর্ভধারণ সংক্রান্ত কারণে মারা যায়। সরকারের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, ২০২০ সালে এমন ৮৮৪ জন নারীর মৃত্যু হয়েছিল। তবে গত বছর তা কমে ৭৮৮ জনে নেমেছে।
Posted ০৭:১৫ | শনিবার, ২৮ মে ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain