নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ জুলাই ২০২৩ | প্রিন্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষের ঈদ আনন্দ নেই। আওয়ামী সিন্ডিকেটের কারণে কাঁচা মরিচ ৭০০ টাকা কেজি। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই।
শনিবার (১ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল শুরু হয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করে ধানমন্ডি থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, ‘শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী বিএনপির নেতাকর্মীদের ঈদের নামাজ পড়ারও সুযোগ দেয়নি। ঈদের দিনও বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে তারা।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের সংস্কৃতি হচ্ছে গুম, খুন ও সন্ত্রাসী করে ক্ষমতা চিরস্থায়ী করা। আপনাদের রক্তের মধ্যে ফ্যাসিবাদ ও দুঃশাসন। দেশের জনগণ জানেন আওয়ামী লীগের কালচার হচ্ছে কাকের কালচার।’
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার, সাবেক ছাত্রদল নেতা ওমর ফারুক মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ০৮:৫২ | শনিবার, ০১ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain