সোমবার ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সরকার দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ মার্চ ২০২৪ | প্রিন্ট

আওয়ামী লীগ সরকার দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর চরম নির্লিপ্ততার সুযোগে ব্যবসায়ীরা মুনাফা শিকারে চরম বেপরোয়া হয়ে উঠেছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের বাজার বেশি বেসামাল। আওয়ামী লীগ সরকার দেশটাকে মগের মুল্লুকে পরিণত করেছে।

শনিবার (১৬ মার্চ) বিকেলে নগরীর পশ্চিম গোসাইলডাঙ্গা পাইল হাউজে রমজান উপলক্ষে বন্দর থানা বিএনপির সেহরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অবিলম্বে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসায়ীরা রোজাদারদের সম্মানে রোজা সংশ্লিষ্ট পণ্যের দাম কমিয়ে দেয়। কিন্তু বাংলাদেশে পণ্যের দাম কমানো তো দূরের কথা, উল্টো দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে ব্যবসায়ীরা। গত বছরের রোজায় আগের যে দ্রব্যমূল্য ছিল, এবার তার দ্বিগুণের বেশি। এবারের রোজায় সাধারণ মানুষকে গত বছরের চেয়ে দ্বিগুণ খরচ করতে হচ্ছে। কম পণ্য কিনে অল্প খেয়ে রোজা রাখছে মানুষ। দ্রব্যমূল্যের এই অস্বাভাবিকভাবে বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজারে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। জনগণের কাছে জবাবদিহি করতে হয় না বলেই এই অবস্থা চলতে পারছে।

বন্দর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসান মুরাদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. হারুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরী।

উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল হাসান, মহানগর বিএনপি নেতা মো. সেলিম, অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহীন, মো. নাছির উদ্দীন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, বন্দর থানা বিএনপির সহ-সভাপতি খুরশিদ আলম, আসলাম মিয়া কোম্পানী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পদক হাজী মো. জাহেদ, সহ-সভাপতি দিলদার হোসেন আরজু, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর জাফর নাঈম রাহুল, থানা যুবদলের আহ্বায়ক শফিউল আজম, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন, তাঁতী দলের আহ্বায়ক ইলিয়াছ খান, মো. ফোরকান, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান শুভ, যুগ্ম আহ্বায়ক মো. আল জাবের, থানা ছাত্রদলের সদস সচিব দেলোয়ার হোসেন অভি, দেলোয়ার হোসেন পারভেজ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:২১ | রবিবার, ১৭ মার্চ ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com