নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক: পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দেব না আমরা। মনে রাখবেন, ষড়যন্ত্র কিন্তু আওয়ামী লীগের নাম ব্যবহার করে হয়। তবে ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে নয়, সুতার নাটাই মোদির হাতে। আর হাসিনা তার পুতুলমাত্র। সুতরাং ওই সুতার টানে নাচা হাসিনা আর বাংলাদেশের জন্য চলবে না।
আজ শুক্রবার সকালে নাজিরপুর উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই উপজেলার মাটিভাংগা ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা এস এম আবু দাউদ, সঞ্চালনায় ছিলেন মাওলানা আবুল কালাম এবং উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মাসুদ সাঈদী আরো বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চাই এবং এর জন্য প্রয়োজন কিছু সৎ ও যোগ্য নাগরিক। আপনি যদি সৎ হন, কিন্তু যোগ্যতা না থাকে, কিংবা যদি যোগ্য হন কিন্তু সৎ না হন, তাহলে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। কারণ, অসৎ হলে আপনি লুটপাট করবেন এবং বিদেশে জমি-জমা কিনে কানাডার বেগমপাড়ায় বাড়ি বানাবেন। আমরা দেখেছি, হাসিনা সরকারের একজন মন্ত্রীর বিদেশে ৬৪০টি বাড়ি রয়েছে। তার নাম সাইফুজ্জামান, তিনি ভূমিমন্ত্রী ছিলেন। ইংল্যান্ডে তার বাড়ির সংখ্যা ৬৪০টি। যে মন্ত্রীর ৬৪০টি বাড়ি শুধু ইংল্যান্ডে, তার গডফাদার খুনি হাসিনার বাড়ি কত? এই খুনি হাসিনা কিছুদিন আগে দম্ভের সাথে বলেছিলেন, ‘আমার বাড়ির কাজের লোক ৪০০ কোটি টাকার মালিক।
তিনি বলেন, ‘তাহলে তারা বাংলাদেশটাকে কীভাবে লুটপুটে খেয়েছে, দেশের মানুষ তার সাক্ষী। আমরা বাংলাদেশের কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই, সৎ ও যোগ্য কিছু মানুষের মাধ্যমে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জিয়ানগর উপজেলার সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, মাটিভাংগা ইউনিয়নের (সি.এ) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
Posted ১৫:৫৪ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain