
আইয়ারল্যন্ড থেকে হামিদুল নাসির(হামদু) :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইয়ারল্যন্ড শাখা আয়োজিত মহান সাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেনট জিয়াউর রহমান এর ৩০ তম শাহাদত দিবস উপলক্ষ্যে গত ১৪-০৬-২০১১ তারিখ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। আহব্বায়ক হামিদুল নাসির(হামদু) এর সভাপতিত্ত্বে ও যুগ্ন আহব্বায়ক আব্দুস সহিদ এর পরিচালনায় সভায় শুরু হয়। বক্তারা বর্তমান সরকারের একতরফা নীতির তীব্র সমালোচনা করেন ও দেশ বিদেশে থালেদা জিয়া ও তারেক রহমানের বিরোদ্ধে অপপ্রচারনার তীব্র প্রতিবাদ জানান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন যুগ্ন আহব্বায়ক মোশাররফ হোসেন, আজাদ তালুকদার, শাহীন মিয়া ,কবির আহমেদ, যাকারিয়া খান,এবং বিনপি নেতা, জাহিদ মিয়া, জিনুক মিয়া, শাহজাহান সে্লিম, আনুয়ারুল হক, আব্দুল জলিল, সাইমুল ইসলাম কিজির, হারুন ইমরান, তাজুল ইসলাম, জাকারিয়া প্রধান, আব্দুল কাসেম, কাজী অপু, বাসাই সভাপতি মনির সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্তিত ছিলেন, বক্তারা আওয়মী লীগ সরকারের দমন নীতির সমালোচনা করেন ও প্রবাসি সকল রাজনৈতিক দল কে এক সাথে কাজ করার আহব্বান জানান।শেষে ডাবলিন মুসলিম সেনটারের খতিব জনাব মাওলানা আব্দুল মান্নান এর মোনাজাত পরিচালনার মাধ্যমে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা ও বাংলাদেশের জন্য দুয়া করা হয়।
For News : news@shadindesh.com