নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
সফরকারী আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে ১৯৪ রান করতে হবে বাংলাদেশকে।
শনিবার মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৯৪ রান।
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে বড় জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ফলে আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। ইনিংসের চতুর্থ ওভারে গ্যাবি লুইসকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার সারা ফোর্বসও সুবিধা করতে পারেবননি। তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ১৩ রান।
৩৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আইরিশরা। অ্যামি এবং অরলা প্রেন্ডারগাস্ট মিলে ৯১ রানের জুটি গড়েন। ৩৭ রান করে অরলা বিদায় নিলে ভাঙে সেই জুটি।
এরপর লরা ডেলানি ছাড়া আর কেউই অ্যামিকে সঙ্গে দিতে পারেননি। ডেলানির ব্যাট থেকে এসেছে ৩৩ রান। তার বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন অ্যামি। সাজঘরে ফেরার আগে ৬৮ রান এসেছে তার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট পেয়েছেন সুলতানা। একটি করে উইকেট পেয়েছেন নাহিদা ও স্বর্ণা আক্তার।
Posted ০৭:৫৫ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain