
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ মে ২০২৩ | প্রিন্ট
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কেউ আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি ভঙ্গ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে। আইন সবার জন্যে সমান। অপরাধী যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আজ বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসেন পুলিশ প্রধান।
এদিন তিনি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং ক্যাম্প সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
সম্প্রতি কক্সবাজার শহরের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ব্যাপারে সংবাদ সম্মেলনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, যেকোনো ভাবেই হোক না কেন ১০ জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনা শোনার পরপরই আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠিয়েছি। এখানে সিআইডি ও পিআইবি টিম পাঠানো হয়েছে। তাদের সঙ্গে র্যাবও কাজ করেছে। তারা এখানে এসে খোঁজ খবর নিয়ে ঘটনার মূল কারণ বের করার চেষ্টা করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এ নিয়ে আমরা আরো কাজ করে যাচ্ছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের তথ্য সংগ্রহ করে আইনের আওতায় আনা হচ্ছে।
Posted ১৬:২৪ | বুধবার, ০৩ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain