
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গুগলে থেকে যায় আপনার সার্চ হিস্ট্রি, স্টোরেজ হয় ছবি, বার্তা, মেইল, ফাইলসহ অজস্র ব্যক্তিগত তথ্য। ব্যাংকের পাসওয়ার্ড থেকে শুরু করে ব্যক্তিগত ফাইল, ছবি, ভিডিওসহ একাধিক তথ্য জমা রয়েছে এ গুগল অ্যাকাউন্টে। যে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে এসব তথ্য চুরি করতে পারে খুব সহজেই। তাই পরীক্ষা করুন আপনার গুগল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না। যেভাবে জানতে পারবেন-
1♦ প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান এবং নিচের দিকে স্ক্রল করে গুগল অপশন ট্যাপ করুন।
2♦ এবার গুগল অপশনে ট্যাপ করে ‘ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন।
3♦ তারপর সোয়াইপ করে সিকিউরিটি সেকশনে ট্যাপ করুন।
4♦ নিচে স্ক্রল করে ‘ম্যানেজ অল ডিভাইস’ অপশনে ক্লিক করুন।
5♦ এখানে গুগল অ্যাকাউন্টের সঙ্গে কোন কোন ডিভাইস লগইন আছে তা দেখা যাবে।
6♦ এখানে আপনার যদি কোনো ডিভাইস সন্দেহজনক বা অপরিচিত মনে হয় তাহলে ওই ডিভাইসে ক্লিক করুন।
7♦ এরপর একটি ‘সাইন আউট’ অপশন থাকবে সেখানে ক্লিক করুন। এভাবে যেসব ডিভাইস আপনার সন্দেহজনক মনে হবে সেখানে ক্লিক করে সাইন আউট করতে পারেন।
Posted ০৬:৪০ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain