নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
তিন ম্যাচে সিরিজের প্রথম ওয়ানডেতে অজিদের বোলিং তোপে পড়ে ২০ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। সবগুলি উইকেট হারিয়ে ২০৩ রান করেছে তারা। জয়ের জন্য ২০৪ রান দরকার অজিদের।
সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মেলবোর্নে ম্যাচটি শুরু হয়।
দলের পক্ষে অধিনায়ক রিজওয়ান সর্বোচ্চ ৪৪ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন নাসিম শাহ।
অজিদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে মিচেলে স্টার্ক। প্যাট কামিন্স ও জাম্পা দুইটি করে উইকেট নিয়েছেন। মার্নাস লাবুশেন ও শন অ্যাবট নিয়েছেন একটি করে উইকেট।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, সালমান আগা, ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, এডাম জাম্পা। সূএ: বাংলাাদেশ প্রতিদিন
Posted ০৮:০৫ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain