শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নির্বিঘ্ন ঈদযাত্রা সরকারের বড় সফলতা: তথ্যমন্ত্রী

  |   সোমবার, ১৮ জুন ২০১৮ | প্রিন্ট

নির্বিঘ্ন ঈদযাত্রা সরকারের বড় সফলতা: তথ্যমন্ত্রী

এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে দাবি করে এটাকে সরকারের বড় সফলতা হিসেবে দেখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে। কোথাও যানজটের খবর আমরা শুনিনি। তেমন কোনো দুর্ঘটনাও ঘটেনি। এটা সরকারের অনেক বড় সফলতা। এখানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্ট ছিল। তাছাড়া এবছর আবহাওয়া অনেক ভালো ছিল। তেমন ঝড় বৃষ্টি হয়নি। ফলে মানুষের মধ্যে ছিল স্বস্তি।’

ঈদুল ফিতরের পর সোমবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তথ্য মন্ত্রাণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, ‘এবার ঈদে রেল যোগাযোগব্যবস্থা ছিল অনেক ভালো। রেলের ব্যাপক উন্নতি হয়েছে। আমি এজন্য রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি মানুষের দুর্ভোগ বোঝেন, নিজে তত্ত্বাবাধন করে এই যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতি করেছেন।’

ঈদের পরদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘উনি বলেছেন খালেদা জিয়াকে জেলে রেখে দেশের মানুষ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেনি। এটা সঠিক নয়। এটা বিএনপি নেতাদের মনগড়া কথা। এবারের ঈদ মানুষ উৎসবমুখর পরিবেশে পালন করেছে।’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘বেগম খালেদা জিয়াকে চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিক। তার শারীরিক পরীক্ষার জন্য তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি শেখ মুজিব মেডিকেল কলেজ ও সিএমএইচ কোথাও চিকিৎসা নেবেন না। কেন নেবেন না এটা পরিষ্কার নয়। একজন বন্দীর সুবিধামতো চিকিৎসা করাতে হবে বিষয়টি যৌক্তিক নয়।’

নির্বাচনে বিএনপি আসবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটা বলতে পারবে গণকরা। আমি গণক নই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি প্রত্যেক গণতান্ত্রিক দলের উচিত নির্বাচনে অংশ নেওয়া। বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না এটা তাদের বিষয়। তবে আমি মনে করি বিএনপির দলীয় সংকট নিরসনে তাদের সামনে নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:০৭ | সোমবার, ১৮ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com