বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে দ্রুত টিকা দিতে অঙ্গীকারবদ্ধ ভারত

  |   মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ | প্রিন্ট

বাংলাদেশকে দ্রুত টিকা দিতে অঙ্গীকারবদ্ধ ভারত

বাংলাদেশকে দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন দিতে ভারত অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত দেশটির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে দোরাইস্বামী এ কথা বলেন।

বিক্রম দোরাইস্বামী বলেন, প্রতিবেশী দেশগুলোকে আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সরবরাহ করতে চাই।

তিনি বলেন, ভারত শুধু একা করোনা ভাইরাস প্রতিরোধে ইমিউনিটি বাড়াতে চায় না, প্রতিবেশী দেশগুলোরও ইমিউনিটি বাড়াতে চাই আমরা।

ভারতে উদ্ভাবিত টিকা বাংলাদেশে পাঠানো হবে কি না? এমন প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, আমরা বাংলাদেশে ভারত বায়োটেকের টিকার ট্রায়াল চালাতে চাই। এ জন্য বাংলাদেশের সম্মতির অপেক্ষায় আছি। এরপর তথ্য বিশ্লেষণ করে অনুমতি পাওয়ার বিষয় আছে। আপনারা আমাদের কাছে যা চান, আমরা যেকোনো কিছু বাংলাদেশে করতে প্রস্তুত আছি।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশকে একসঙ্গে উন্নতি করতে হবে। মহামারির এই সংকটেও প্রতিবেশীর সঙ্গে যতটা সম্ভব নিবিড়ভাবে এই সমস্যা সমাধানে সচেষ্ট আছে ভারত। আর এই নিকট প্রতিবেশীর মধ্যে বাংলাদেশ বিশেষ করে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রথম দেশ, যেখানে ভারত সরকার নিজস্ব তহবিলে কেনা টিকা পাঠিয়েছে। পাশাপাশি বাণিজ্যিকভাবেও টিকা সরবরাহ করছে।

সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে যথাযথ মর্যাদায় ৭২তম ভারতীয় প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল ৯টায় বারিধারার ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ভারতের জাতীয় সংগীত কণ্ঠে ধরেন ভারতীয় হাইকমিশনের কূটনীতিক, কর্মকর্তাসহ আগত ভারতীয় নাগরিকেরা।

বিক্রম দোরাইস্বামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। একই সঙ্গে করোনার মধ্যেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আগত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

চ্যান্সেরি ভবন প্রাঙ্গণের অনুষ্ঠানে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:২৮ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com