শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাওয়ার ব্যাংক কেনার আগে করণীয়

  |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট

পাওয়ার ব্যাংক কেনার আগে করণীয়

স্মার্টফোনের যুগে পাওয়ার ব্যাংক অপরিহার্য । কেননা, ফোনের চার্জ ফুরায় দ্রুত। পাওয়ার ব্যাংক কেনার আগে কিছু বিষয় দেখে তবেই কিনুন। না হলে আপনার স্মার্টফোন কিংবা ল্যাপটপের ক্ষতি হতে পারে। পাওয়ার ব্যাং কেনার আগে কী কী বিষয় মাথায় রাখবেন, রইল তারই হদিশ।

পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি

একবার পাওয়ার ব্যাংকটি চার্জ দিয়ে তার দ্বারা আপনি কতবার আপনার স্মার্টফোন চার্জ দিতে পারবেন, তা নির্ভর করে পাওয়ার ব্যাংকের ব্যাটারির ক্ষমতার উপর। ক্যাপাসিটি যত বেশি হবে, তত বেশি বার এর সাহায্যে চার্জ দেওয়া যাবে।

 

ইনপুট ও আউটপুট

পাওয়ার ব্যাংক কেনার আগে তার ইনপুট ও আউটপুটের বিষয়টি দেখে নিন। এর ইনপুট ও আউটপুট আপনার ফোনের সঙ্গে মানানসই কিনা দেখে নিন তাও। যদিও বর্তমানের উন্নত পাওয়ার ব্যাংকগুলো সব ফোনের সঙ্গেই ব্যবহার করা যায় তাই এ বিষয় দেখার প্রয়োজন পড়ে না।

 

অ্যাম্পিয়ার

পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার যত বেশি হবে আপনার ইলেক্ট্রনিক ডিভাইসটিও তত দ্রুত চার্জ হবে। একটি পাওয়ার ব্যাংক সাধারণত ১ থেকে ৩.৫ অ্যাম্পিয়ারের হয়ে থাকে।

 

সাইজ এবং ওজন

পাওয়ার ব্যাংক কেনার আগে তার সাইজ এবং ওজনের দিকটাও দেখে নিন। পাওয়ার ব্যাংক যত ছোট ও হালকা হবে, সেটি সঙ্গে রাখতে তত সুবিধা হবে।

 

দাম ও গুণগত মান

পাওয়ার ব্যাংক কেনার সময় তার সব ফিচার খুঁটিয়ে দেখে নিন। যে পাওয়ার ব্যাংক কিনছেন, সেটি আদৌ আপনার ফোনের সঙ্গে মানানসই কিনা দেখে নিন। কম দামের পাওয়ার ব্যাংক কিনলে ক্ষতিগ্রস্থ হতে পারে আপনার সাধের ইলেক্ট্রনিক ডিভাইসটি।

 

ফোনের ব্যাটারি ক্যাপাসিটি

যে স্মার্টফোনের জন্য আপনি পাওয়ার ব্যাংক কিনছেন, তার ব্যাটারি ক্যাপাসিটির উপর নির্ভর করছে কতবার ফোনটি সম্পূর্ণ চার্জ করা যাবে। স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিকে পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি দিয়ে ভাগ করলে জানা যায় কতবার ফোনটি সম্পূর্ণ চার্জ হবে। যেমন একটি ১২০০ এমএএইচ ব্যাটারির পাওয়ার ব্যাংক দিয়ে ৪০০০ এমএএইচ ক্যাপাসিটির ফোন তিনবার চার্জ করা যাবে।

 

পাওয়ার ব্যাংকের ব্যবহার

একটি পাওয়ার ব্যাংক দিয়ে একের বেশি কাজে ব্যবহার করা সম্ভব। তবে কেনার আগে খেয়াল রাখতে হবে কোন ডিভাইসের জন্য পাওয়ার ব্যাংকটি কেনা হচ্ছে। কারণ একটি ফোন চার্জ দিতে যেখানে ১২০০ এমএএইচ-এর পাওয়ার ব্যাংকই যথেষ্ট, সেখানে ল্যাপটপের জন্য প্রয়োজন ৩০,০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাংক।

 

নিয়মিত ব্যবহার করুন

পাওয়ার ব্যাংক অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে অথবা সঠিক ভাবে চার্জ না দিলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই পাওয়ার ব্যাংকটি দীর্ঘদিন ভাল রাখতে চাইলে তা নিয়মিত ব্যবহার করুন ।সূএ:ঢাকাটাইমস

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫১ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com