বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংসদকে ‘রাবার স্ট্যাম্প’ সংসদ বললেন ফখরুল

  |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট

সংসদকে ‘রাবার স্ট্যাম্প’ সংসদ বললেন ফখরুল

একাদশ সংসদকে ‘রাবার স্ট্যাম্প’ সংসদ হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পার্লামেন্টে কী চলছে? এই পার্লামেন্ট পুরোপুরিভাবে একটা রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে এবং সরকারি দল তাদের ক্ষমতাকে কুক্ষিত করার জন্য, তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য, একদলীয় শাসন ব্যবস্থাকে আড়াল করবার যে একটা পার্লামেন্ট খাড়া করে রেখেছে আসলে সেই পার্লামেন্টে কী হচ্ছে? আওয়ামী লীগ তাদের সেই পুরনো কায়দায় ১৯৭২ থেকে ৭৫ সালে তারা যেভাবে পার্লামেন্টকে নিয়ন্ত্রণ করেছিলো ঠিক একই কায়দায় আজকেও তারা ..।

সংসদ সদস্যদের যেটুকু ন্যুনতম অধিকার আছে, সেই অধিকারটুকু তাদের দেয়া হচ্ছে না।

বিএনপি দলীয় সাংসদদের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, শুধু তাই নয়, তারা (সরকারি দল) প্রতারণা করছে জনগণের সঙ্গে। সংসদ সদস্যরা যে প্রশ্ন দিচ্ছেন সেই প্রশ্ন পাল্টে দেয়া হচ্ছে। এটা চিন্তাও করা যায় না।

যেখানে শপথ নেয়া হয়েছে সংবিধান অনুযায়ী। সংবিধান মানে কী? জনগণের সঙ্গে রাষ্ট্রের চুক্তি। সেই চুক্তিতে সেই সংবিধানে পরিস্কার করে বলে দেয়া আছে সংসদ সদস্যদের কী কী অধিকার আছে, সংসদ কিভাবে রাষ্ট্র পরিচালনা মধ্যে তাদের দায়িত্ব গ্রহণ করবে, স্পিকার, ডেপুটি স্পিকারের দায়িত্ব কী? প্রধানমন্ত্রী কিভাবে তার সরকারকে প্রতিনিধিত্ব করবেন…।

সংসদের রুলস অব প্রসিডিউরের মধ্যে সব কিছু বলা আছে।

ফখরুল বলেন, যেখানে যদি স্পিকার, পার্লামেন্টের সেক্রেটারিয়েট তারা যদি এই প্রতারণার সঙ্গে, এই অপরাধের সঙ্গে জড়িত হয় তাহলে এটাকে কোন ধরনের অপরাধ বলব? আমি তো পরিস্কার করে বলতে চাই, এই ধরনের সংবিধান লঙ্ঘন মানে হচ্ছে রাষ্ট্রবিরোধী অপরাধ।

অর্থাৎ পুরো জনগণকে প্রতারণা করা, সংবিধানকে লঙ্ঘন করা, সংবিধানকে এড়িয়ে যাওয়া এবং জনগণকে পুরোপুরিভাবে ব্লাব দেয়া। এরকম একটা সংসদ এখন চলছে।

বর্তমান সংসদে একটা বিরোধী দল শক্তিশালী থাকায়-এটা গণতন্ত্রের জন্য খুব প্রয়োজন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, এটা হাস্যকর। আমরা মনে করি যে, এই ধরনের কথা বলা মানে হলো জাতির সাথে তামাশা করা।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংসদ হারুনুর রশীদ, জিএম সিরাজ, রুমিন ফারহানা, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম ও জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২১:৫৬ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com