মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২০ জুন প্যারিসে ফের বিক্ষোভ-সমাবেশের ডাক ‘কাগজহীনদের

  |   মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | প্রিন্ট

২০ জুন প্যারিসে ফের বিক্ষোভ-সমাবেশের ডাক ‘কাগজহীনদের

ফ্রান্স প্রতিনিধিঃ  ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের ‘কাগজ’ প্রদানের দাবিতে আগামী ২০ জুন দ্বিতীয় দফা বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

৩০ মে প্যারিসে সফল বিক্ষোভ কর্মসূচীর পর আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে এই কর্মসূচী ঘোষণা করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি’কে জানান দে সলিডেয়াখ পারি’র মুখপাত্র বেনোয়া ক্লেমো।

বিক্ষোভকারীদের দাবি, ৩০ মে মাদলেন-রিপাবলিকের “marche des solidarités”- শীর্ষক এই বিক্ষোভে অংশ নিয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।

পুলিশের নিষেধাজ্ঞার মধ্যেই প্যারিসের মাদলেন চত্বরের আশেপাশে ৩০ মে দুপুরে পূর্ব নির্ধারিত বিক্ষোভে তারা অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল সহকারে তারা রিপাবলিক চত্বরে যান। এ সময় সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও তারা ফ্রান্সে নিয়মিতকরণের দাবিতে স্লোগান দিতে থাকেন।

ফ্রান্সে এসে অনিয়মিত হয়ে যাওয়ায় কাজের অনুমতি না থাকায় তারা ফ্রান্সের অর্থনীতি ও সমাজে উপকারী ভূমিকা রাখতে পারেছেন না বলে তারা উল্লেখ করেন। নিয়মিত হওয়ার সুযোগ পেলে তারা ফ্রান্সের সমস্যার বদলে জনসম্পদে রূপান্তরিত হবেন— এমন দাবি করেন।

এই বিক্ষোভকে ঠেকাতে করোনা ভাইরাসের কথা উল্লেখ করে প্যারিস পুলিশ সদর দপ্তর থেকে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ১৯৫টি সংগঠনের পক্ষ থেকে সংহতি জানানো প্রতিবাদ বিক্ষোভে মাদলেন চত্বরে উপস্থিত হন অনিয়মিতসহ অনেকেই।

মাদলেন থেকে বিশাল মিছিল নিয়ে রিপাবলিক চত্বরে যাওয়ার পর পুলিশ এসে টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এরপর বিক্ষোভ কর্মসূচীর পরবর্তী দিন ২০ জুন নির্ধারণ করা হয়।

এদিকে, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেওয়াকে ভাল চোখে দেখছে না ফরাসীদের কিছু অংশ। টেলিভিশনগুলোতে এ ব্যাপারে তাদের কেউ কেউ বিক্ষোভে অংশগ্রহণকারীদের সমালোচনা করেছেন।

প্রসঙ্গত, ফ্রান্সে অনিয়মিত ও কাগজহীন অভিবাসীদের নিয়মিতকরণের জন্য ফ্রান্স পার্লামেন্টে ১২০ এমপির আবেদনে সাড়া না দেয়ায় বিক্ষোভ-প্রতিবাদের ডাক দেয় ফ্রান্সের কাগজহীন অভিবাসিদের কয়েকটি সংগঠন। তাদের সাথে ফ্রান্সের অনেকগুলো সংগঠন এই কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে।

Facebook Comments Box
advertisement

Posted ০৩:০৩ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com