শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাবিতে বন্ধুসভার মানববন্ধন

  |   রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ | প্রিন্ট

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাবিতে বন্ধুসভার মানববন্ধন

জাহাঙ্গীর আলম, রাবি প্রতিনিধি : দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম আলো আলো বন্ধুসভা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, ‘ধর্ষকদের শাস্তি এখন সর্বস্তরের দাবি, ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড, নুসরাত হত্যার বিচার চাই, নুসরাত-তনু আমার বোন বিচার পেতে কতক্ষণ? স্বাধীনতার পূর্ণতা চাই, নারীর প্রতি সুবিচার চাই, নারীর প্রতি সহিংসতা লাঞ্ছিত হয় স্বাধীনতা, নারী নির্যাতন বন্ধ কর’ প্রভৃতি লেখা প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করে বন্ধুসভার বন্ধুরা।

মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক খালেদ হাসান বলেন, বর্তমানে দেশে সহিংসতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। অপরাধীরা আইনের ফাঁক ফোকড়ে বেঁচে গিয়ে অপরাধ করতে দ্বিধাবোধ করছে না। ধর্মের নাম দিয়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মানুষ হত্যার কাজে লিপ্ত হচ্ছে, যা দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। লাগাম না ধরলে অপরাধ প্রবণতা না কমে ক্রমশ বৃদ্ধি পাবে। তাই সকল সহিংসতা বন্ধে অপরাধীর বিচার দাবি জানাচ্ছি ।

প্রথম আলো বন্ধুসভার সভাপতি মাজহারুল ইসলাম বলেন, দেশে দিনে দিনে আইনের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার কারণেই ফেনীর নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু , গাজীপুরের সেলিমা গোমেজকে হত্যা করাসহ ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে। নুসরাতের বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে এদেশে আর কেউ হত্যা-ধর্ষণের মতো জঘণ্য অপরাধ সংগঠিত করতে সাহস না পায়। মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক খালেদ হাসান, সভাপতি মাজহারুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শাদমান শাকিব নিলয়সহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন ।

 

Facebook Comments Box
advertisement

Posted ১৯:০৯ | রবিবার, ২৮ এপ্রিল ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com