শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫৭ ওয়ার্ডে ডিএসসিসির বিনামূল্য স্বাস্থ্যসেবা

  |   মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

৫৭ ওয়ার্ডে ডিএসসিসির বিনামূল্য স্বাস্থ্যসেবা

 

স্বাধীনদেশ অনলাইন : ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামীকাল (২৮ নভেম্বর) থেকে এ কার্যক্রম শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

মঙ্গলবার নগরভবনে এ কার্যক্রমের উদ্বোধন করে মেয়র মোহম্মাদ সাঈদ খোকন বলেন, নগরবাসীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ কার্যক্রম নেয়া হয়েছে। বিগত সময়ে আমরা এধরনের পদক্ষেপ হাতে নিয়েছিলাম, তাতে নগরবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। এবার আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। এর মাধ্যমে মানুষকে আমরা এই বার্তা দিতে চাই- কেউ ভালো কাজ করলে মানুষ তাকে স্মরণ করে। আমরা এর মাধ্যমে গুণীজনদের স্মরণ করতে চাই।

মেয়র বলেন, মনে রাখতে হবে মানুষের ভোটে আমরা নির্বাচিত প্রতিনিধি। আমরা সেবার মধ্য দিয়ে মানুষের ঋণ শোধ করতে চাই। আমাদের ওপর আস্থা রাখুন, পাশে থাকুন।তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জনপ্রতিনিধিদের জন্য কিছু বিধিবিধান রয়েছে। কর্পোরেশনের উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে কোনো আচরণবিধি যেন লঙ্ঘন না হয় তা খেয়াল রাখতে হবে। আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা।

ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে সংস্থার ৫৭টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি চলবে। এতে ৪৭৬টি কেন্দ্রে ৬৮টি টিম থাকবে। চিকিৎসা নিতে আসা নাগরিকরা প্রাথমিক চিকিৎসাপত্র পাওয়ার পাশাপাশি বিনামূল্যে ১২ প্রকারের ওষুধ পাবেন। অনুষ্ঠানে ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন খান, স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ্ উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাগোনিউজ

Facebook Comments Box
advertisement

Posted ১৬:২৮ | মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com