মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৮ বছর পর চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন

  |   সোমবার, ৩০ মে ২০২২ | প্রিন্ট

১৮ বছর পর চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন

১৮ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগর ত্রি- বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।

 

সোমবার  বেলা ১২টায় নগরের পাঁচলাইশ এলাকার একটি কনভেনশন সেন্টারে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মেলন প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন ৬ হাজার যুবলীগের প্রতিনিধি। সম্মেলনকে ঘিরে পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন চতুর্থ কংগ্রেসের কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা হিসেবে রয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুবুল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক সাংসদ সাঈদ আল মাহমুদ স্বপন অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাংসদ আফছারুল আমীন, সাংসদ এম. আব্দুল লতিফ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

 

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহীদুল হক চৌধুরী রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহি উদ্দিন, উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী, উপ-ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহিম, সহ-সম্পাদক মো. নাছির উদ্দিন মিন্টু, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া ও কায়কোবাদ ওসমানী উপস্থিত রয়েছেন।

 

এছাড়া আরও উপস্থিত রয়েছেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, মাহবুবুল আলম সুমন, দিদারুল আলম দিদারসহ ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৩০ | সোমবার, ৩০ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com