শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

১৪ দলের নেতাদের মনোনয়ন শেখ হাসিনার হাতে: নাসিম

  |   মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | প্রিন্ট

১৪ দলের নেতাদের মনোনয়ন শেখ হাসিনার হাতে: নাসিম

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের কাকে কোথায় আসন দেয়া হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

সাংবাদিকদের জোটের মুখপাত্র বলেন, ‘১৪ দলের সঙ্গে নেত্রী সহসাই বসবেন। তখনই নেত্রী ঠিক করবেন কাকে কোথায় আসন দিবেন।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাসিম।

আগামী নির্বাচন নিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের আগে অনেক জ্বালাও পোড়ও হয়েছিল, আগামী নির্বাচনে আমরা সেটা চায় না। আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচন অহিংসার হবে এবং শান্তিপূর্ণ হবে। জনগণ শান্তিপূর্ণভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে।’

বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেয়ার আহ্বান জানান নাসিম। বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা সবসময়ই অহিংসা ও শান্তিতে বিশ্বাস করেন। দেশের মানুষকে সবসময় শান্তি ও অহিংসার পক্ষে কাজ করতে আহ্বান করেন। বঙ্গবন্ধুকে হারিয়ে তিনযুগ ধরে তিনি অহিংসার পক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি কোনো রকমের প্রতিহিংসার রাজনীতি করেন না। আপনারা আগামী নির্বাচনে শেখ হাসিনাকে সমর্থন করবেন বলে আমরা আশা করি।’

‘বাংলাদেশকে শান্তির দেশে পরিণত করতে হলে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। আপনারা (বৌদ্ধ সম্প্রদায়) যদি আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে তাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মইনুল হোসেনের গ্রেপ্তারকে কীভাবে দেখছেন- জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিয়ে তো বিশেষ কিছু বলার নাই। তিনি নারী সমাজকে যেভাবে অসম্মান করেছেন, তা কোন সভ্য লোক করতে পারে না। এটা সবার নিন্দা করা উচিত।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়–য়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাপ নেতা ইসমাঈল হোসেন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২২:১৪ | মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com