বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ লক্ষ টাকার বিদ্যালয় ভবন মাত্র ২০ হাজার টাকায় নিলামে বিক্রি 

  |   মঙ্গলবার, ৩১ মে ২০২২ | প্রিন্ট

১০ লক্ষ টাকার বিদ্যালয় ভবন মাত্র ২০ হাজার টাকায় নিলামে বিক্রি 
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত  প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন মাত্র ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। এ রকম একটি ভবন মাত্র ২০ হাজার টাকায় নিলাম দেয়ায়  এলাকায় চাঞ্চেল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে পিডিপি-৪ এর আওতায়  নতুন ভবনের দরপত্র আহ্বান করা হয়। নতুন ভবন নির্মাণের জন্য প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি নিলামে বিক্রির সিন্ধান্ত গৃহিত হয়। সে মোতাবেক  সোমবার (৩০মে) সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসে নিলাম ডাক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গোপনে অন্য একটি কক্ষে নিলামডাক অনুষ্ঠিত হয়। নিলাম ডাকে জনৈক সবুজ হাসান নামক এক ব্যক্তির কাছে মাত্র ২০ হাজার টাকায় বিলিডিংটি বিক্রি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ নিলাম ডাকের ব্যাপারে কোন মাইকিং কিংবা ঢোল পিঠানো হয়নি। তারা জানায় নগদ তিন লক্ষ টাকায় বিল্ডিং টি কেনার লোক থাকলেও সিন্ডিকেটের মাধ্যমে এতো কমমূল্যে বিল্ডিংটি বিক্রি করা হয়েছে। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নিলাম কমিটির সদস্য মোছাঃ উম্মেহানী জানান, কত টাকায় নিলাম দেয়া হয়েছে তা তিনি জানেন না। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, স্টিমেট অনুযায়ী আমরা সরকারী মূল্যের চেয়ে বেশী মূল্যে বিক্রি করেছি। এব্যাপারে উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, প্রাক্কলন তৈরীর সময় প্রাপ্ত মালামালের মূল্য ধরা হয়েছে ৯৫,০২১ টাকা এবং মালামাল ভাঙ্গার(অপসারন) খরচ ধরা হয়েছে ৭৯০০৫ টাকা।
সে মোতাবেক নিলাম বিক্রির সরকারী মূল্য ধরা ছিলো ১৬,০১৬ টাকা। এ রকম একটি বিল্ডিং মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করা হলো কিভাবে? এ প্রশ্নের জবাবে জানান, প্রাক্কলন অনুযায়ী যা হয় তাই বিক্রি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ নিলামডাককারী চক্রটি মোটা অংকের উৎকোচের বিনিময়ে প্রকৌশল বিভাগ থেকে এরকম  ষ্টিমেট  তৈরী করেছে । এঘটনায় এলাকায় চাঞ্চেল্যের সৃষ্টি হয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ০৩:২৯ | মঙ্গলবার, ৩১ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com