বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হামলাকারীদের দ্রুত বিচার দাবি

  |   রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

imran-takur gao

ঠাকুরগাঁও প্রতিনিধি : গণজাগরণ মঞ্চের গাড়ি বহরে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি বলেছেন, ‘ঠাকুরগাঁওয়ে গড়েয়ায় যারা হামলা করেছে তাদের বিচার বাংলার মাটিতেই অনিবার্য।’

রোববার বিকেল ৪টায় গড়েয়া গোপালপুরে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। গড়েয়া গোপালপুরে হামলায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, ‘সমবেদনা জানানোর কোনো ভাষা আমার নেই। তবে, এতটুকু আশা করছি এ হামলার সঙ্গে যে ব্যক্তি বা দল সম্পৃক্ত থাকুক না কেন বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না। খুব দ্রুত সময়ের মধ্যেই এদের বিচার হবে।’

গণজাগারণ মঞ্চের মুখপাত্র হামলাকারীদের প্রসঙ্গে বলেন, ‘যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের আপনারা চেনেন, আমরা চিনি, সরকার চেনে। তাই আমার দাবি দ্রুততার সঙ্গে তাদের বিচার করা হোক।’

‘সাম্প্রদায়িক হামলা, রুখে দাঁড়াও বাংলা’- এ স্লোগানে তিন দফা দাবি বাস্তবায়নের উদ্দেশে রোববার বিকেল ৩টায় গোপালপুর গ্রামে পৌঁছান গণজাগরণ মঞ্চের পাঁচ শতাধিক নেতাকর্মী। গোপালপুর ইসকন মন্দির প্রাঙ্গণে সমাবেশে সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে আলাদা আইন প্রণয়নের দাবি জানানো হয়।

পরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করে কর্মীরা। সন্ধ্যায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে এক গণসমাবেশের আয়োজন করে স্থানীয় গণজাগরণ মঞ্চ।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:২৭ | রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com