শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগ

  |   শনিবার, ১১ মার্চ ২০১৭ | প্রিন্ট

স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগ

চলে এসেছে বর্ষা। তাও আবার গ্রীষ্মের আগে!যদিও এখনো শেষ হয়নি বসন্ত । গতরাত থেকে সারাদেশে যে বৃষ্টির ধারা চলছে, তাতে দেশবাসীর মনে বিস্ময় জন্মেছে।

হঠাৎ এই বৃষ্টিতে ধুলোবালির যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি মিললেও সেই সাথে দুর্ভোগেও পড়েছে রাজধানীবাসী। বৃষ্টিতে কারওয়ান বাজার, মালিবাগ, শান্তিনগর, মগবাজার, তেজতুরী বাজার,নাখালপাড়া, কাঠালবাগান, মনিপুরীপাড়া, মুগদা ও বাসাবোসহ রাজধানীর প্রায় এলাকাতে পানি জমে গেছে। এ জন্য যানজট আর জলাবদ্ধতায় দুর্ভোগে পড়তে হয়েছে জনসাধারণের।

একদিকে বৃষ্টি অপর দিকে মহাসড়কের বেহাল অবস্থার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। টাঙ্গাইল থেকে রাজধানী ঢাকায় যেতে ১০-১৫ ঘন্টা সময় ব্যয় হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সময় লাগছে বলেও খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন , পূবালী বাতাস ও পশ্চিমা বাতাসের সংমিশ্রনে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি মাঝে মাঝেই দেখা যায়। এরপর ঠিকই গ্রীষ্মের খরা অপেক্ষা করছে।

তিনি আরো জানিয়েছেন, আগামীকাল থেকে বৃষ্টি কমে আসবে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় ৯০ মি.মি। আর ঢাকাতে হয়েছে ৩৮ মি.মি.।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার সম্ভাবনা জানিয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা পেয়েছে। শুক্রবার এ সর্তকতা জারি করে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:১০ | শনিবার, ১১ মার্চ ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com