শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে বাংলাদেশ : শায়েস্তাগঞ্জে স্পিকার শিরীন শারমিন চৌধুরী

  |   রবিবার, ০১ এপ্রিল ২০১৮ | প্রিন্ট

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে বাংলাদেশ : শায়েস্তাগঞ্জে স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীনদেশ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বাঙালি জাতি অত্যন্ত মেধাবী। বাঙালি সন্তানদের যথাযথ সুযোগ  দিলে তারা বিশ্বে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের মগজ। তাদের তথ্যপ্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে জ্ঞাননির্ভর সমাজব্যবস্থা চালু করতে কাজ করছে বর্তমান সরকার। তাই সব শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় এগিয়ে থাকতে হবে।

স্পিকার আরও বলেন, মার্চ মাস হলো গৌরব ও অর্জনের মাস। এই মাসেই জাতির পিতা দিয়েছিলেন কালজয়ী সেই ভাষণ। যার মাধ্যমে আমরা পেয়েছি মুক্তি ও স্বাধীনতা।  শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য এ অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উৎসব কমিটির আহ্বায়ক অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট  বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি আবদুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের এমপি মাহবুব আলী, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়া।

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অনুষ্ঠানে ১১ জনকে দেওয়া হয়েছে শতবর্ষ সম্মাননা স্মারক। পরে প্রধান অতিথি শতবর্ষ স্মারক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদর স্মৃতিচারণসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন স্কুলের প্রাক্তন পাঁচ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবার। এ উপলক্ষে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:০৭ | রবিবার, ০১ এপ্রিল ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com