শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুশাসন প্রতিষ্ঠা না হলে বৈষম্য-দুর্নীতি বাড়বেই : ইনু

  |   শনিবার, ০২ জুলাই ২০২২ | প্রিন্ট

সুশাসন প্রতিষ্ঠা না হলে বৈষম্য-দুর্নীতি বাড়বেই : ইনু

সমাজতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা না হলে বৈষম্য ও দুর্নীতি বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

 

আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগর পশ্চিম কমিটির নব-নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, সমাজতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা না হলে সমাজে বৈষম্য-দুর্নীতি বাড়বেই। সমাজে সব ধরনের বৈষম্যের অবসানে অর্থনীতিকে সংবিধান নির্দেশিত সমাজতন্ত্রের লক্ষ্যে ঢেলে সাজাতে হবে।

 

তিনি বলেন, সর্বজনীন সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্য সেবা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও ইন্টারনেট ব্যবহারের সুযোগকে মৌলিক অধিকার হিসেবে বাস্তবায়ন করতে হবে।

 

জাসদ সভাপতি বলেন, সার্বজনীন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা প্রাথমিক ক্লিনিক গড়ে তোলা, সব শিক্ষা প্রতিষ্ঠানে ও পাড়া-মহল্লায় বখাটেদের উৎপাত বন্ধ করা, শ্রমিক-গরিব-চাষি-নারী-আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রধিকার দিতে হবে।

সব ক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করা, শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি ২০ হাজার টাকা চালু করা, গ্রাম-শহরের গরীব মানুষের জন্য রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু করা, বেকার যুবকদের কাজ দেওয়া, অন্যথায় বেকার ভাতা দেওয়ার দাবিতে দলীয় নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

 

ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার, জাসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মো. মোহসীন, সদস্য শফিকুর রহমান বাবুল, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, সহ-সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা, অর্থ বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা রানী, নারী বিষয়ক সম্পাদক পারভেজ আক্তার শিল্পী, সহ-সম্পাদক রাবেয়া আক্তার, আকলীমা বেগম, শ্রম ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক শিরীন সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক মোহম্মদ দ্বীন ইসলাম মুন্সী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ লেনিন, সদস্য তোফাজ্জল হোসেন দিপু, শেখ শাহনাজ প্রমুখ।

 

Facebook Comments Box
advertisement

Posted ০৯:২৫ | শনিবার, ০২ জুলাই ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com