শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সায়হাম পরিবারের কর্ণদার সৈয়দ মোঃ ফয়সল সাহেবের উদ্যোগে জগদীশপুর টু নোয়াপাড়া বাইপাস সড়কের ভাঙ্গন সংস্কার।

  |   সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ | প্রিন্ট

সায়হাম পরিবারের কর্ণদার সৈয়দ মোঃ ফয়সল সাহেবের উদ্যোগে জগদীশপুর টু নোয়াপাড়া বাইপাস সড়কের ভাঙ্গন সংস্কার।

মাধবপুর উপজেলা প্রতিনিধিঃ- রায়হান আহমেদ সম্রাট || মাধবপুর উপজেলার শিল্পনগরী খ্যাত গুরুত্বপূর্ণ জনপথ জগদীশপুর হতে নোয়াপাড়া বাইপাস সড়কের বিরাট গর্ত ও ভাঙ্গনের ফলে সৃষ্টি হয় যাতাযাতে জন দূর্ভোগ। এই রাস্তা দিয়ে অটোরিকশা, টমটম, প্রাইভেট কারসহ বিভিন্ন ধরণের যানবাহনের মাধ্যমে যাত্রীদের জিবনের ঝুকি নিয়ে নিয়মিত যাতায়াত করতে হচ্ছিল। এতে বিভিন্ন সময় দূর্ঘটনা ও ছোট ছেট জ্যাম সৃষ্টি হচ্ছিল । সেই সমস্যা দূর করার লক্ষ্যে নোয়াপাড়া সৈয়দ পরিবার তথা নোয়াপাড়ার মুরুব্বি ও মাধবপুর-চুনারুঘাটের মাটি ও মানুষের নেতা,

সায়হাম গ্রুপের মাননীয় চেয়ারম্যান, যার দূরদর্শি নেতৃত্বের ফলে শিল্পনগরীতে রূপ নিয়ে নোয়াপাড়া তথা মাধবপুর উপজেলা, দানবীর ও সমাজ সেবক সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব সেই দূর্ভোগ অনুভব করেন।
তিনির নিজস্ব অর্থায়নে সায়হাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিতে কর্মরত উর্ধ্বতন কর্মকতাবৃন্দ ও সিভিল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের মাধ্যমে জগদীশপুর টু নোয়াপাড়া সায়হাম নীট কম্পোজিট লিমিটেড পর্যন্ত বাইপাস সড়কের রাস্তাগুলির ছোট-বড় সকল ধরণের গর্ত ও ভাঙ্গা গুরুত্বপূর্ণ জায়গা গুলির প্রায় ৩ কিলোমিটার রাস্তার মেরামত ও সংস্কার কাজ পেলোডার, (JCB), রোলার ড্রামট্রাক ইঞ্জিনিয়ার, শ্রমিক, ইট, ইটের শুরকি-খোয়া ও বালু দিয়ে রাস্তাটির মেরামত ও সংস্কার কাজ করছেন।

এতে হাজার হাজার মানুষের যে জনদূর্ভোগ সাময়িক সময়ের জন্য হলেও দূর হয়েছে।

এক যাত্রীকে জিঙ্গাস করলে তিনি জানান, গত ২ বছর যাবত এই রাস্তা ভাঙ্গনের ফলে যে দূর্ভোগ সৃষ্টি হয়েছে তা দেখার কেউ যেন ছিলনা। উনার এই ব্যক্তিগত উদ্যোগের ফলে মানুষের যাতায়াতে যে ঝুঁকি ছিল তা দূর হয়েছে। তবে শ্রীঘ্রই এই রাস্তার কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সংস্কার করে সে দাবি জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৫৭ | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com