শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সরকার দেশকে গৃহযুদ্ধে ঠেলে দিচ্ছে – ওসমান ফারুক

  |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

osman faruk

৫ জানুয়ারির একতরফা নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। বলেছেন, ভোটার বিহীন এ নির্বাচনের কলঙ্ক আওয়ামী লীগকে চিরদিন বহন করতে হেবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওসমান ফারুক বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। তারা শুরু থেকেই সরকারের মদদপুষ্ট হয়ে কাজ করছে।

একতরফা নির্বাচনের কলঙ্ক আওয়ামী লীগকে চিরদিন বহন করতে হবে। তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচন করে সরকার মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্নখাতে প্রবাহ করতে চাইছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে সাবেক এই শিক্ষামন্ত্রী বলেন, ‘এখনও সময় আছে, পাঁচ জানুয়ারির নির্বাচন বন্ধ করে সবার অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য জাতীয় সংলাপ আহ্বান করুন।’
বিরোধী দলের আন্দোলনে সরকার ভীত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চেয়ারপারসনের এই উপদেষ্টা।
ভোটারবিহীন নির্বাচন করে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এই নির্বাচনে মানুষের কোনো আগ্রহ নেই। আন্তর্জাতিক সম্প্রদায় এরইমধ্যে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে। তারপরও প্রধানমন্ত্রী একগুয়েমি পথ থেকে সরছেন না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওসমান ফারুক বলেন, এখনো সময় আছে, ৫ জানুয়ারি ভোট বন্ধ করুন। সব দলের অংশগ্রহণের নির্বাচনের জন্য সংলাপের ব্যবস্থা নিন। আমরা দূঢ়তার সঙ্গে বলতে চাই, প্রহসনের এই নির্বাচনে জনগণ মানে না। কেউ ভোট কেন্দ্রে যাবে না।
মানবতা আজ যৌথবাহিনীর বুটের তলায় পিষ্ট হচ্ছে মন্তব্য করে ওসমান ফারুক বলেন, যৌথবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বর্তমানে আইন ও মানবতার উর্ধ্বে কিনা তা নিয়ে আজ জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। জনগণের বিরুদ্ধে যৌথবাহিনী যেভাবে সরকারের পক্ষে দলীয় সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাতে বাহিনীর দীর্ঘদিনের অর্জিত সুনাম, মর্যাদা ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

Facebook Comments Box
advertisement

Posted ২০:০০ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com